মোবাইল ডাটা হারানোর ভয়! আর নাই - StarMedia

Wednesday, July 26, 2023

মোবাইল ডাটা হারানোর ভয়! আর নাই

 



ডেটা হারানোর ভয়! আর নাই

বিস্তারিত...


নতুন ফোন তো কিনেছেন! তবে পুরোনো ফোন ভর্তি যে এত এত তথ্য, সে সবের কী হবে! চিন্তা নেই। এখন পুরোনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কেনার চল। সেক্ষেত্রে ডেটা উদ্ধারে ব্যবহার করতে হবে নানারকম টুল। নতুন ফোন কিনে সম্পূর্ণ আলাদা অপারেটিং সিস্টেম ব্যবহারের ক্ষেত্রেও পুরোনো ফোনের সব তথ্য রিট্রিভ করা সম্ভব। তার জন্য রয়েছে হাজারও পদ্ধতি। তাদের মধ্যে থেকে কয়েকটি জানা থাকেলে চলবে...

 

নতুন ফোন সেটআপ করুন

ফোন এক্সচেঞ্জের ক্ষেত্রে আগেই ব্যাকআপ নেওয়ার কাজ সেরে রাখবেন। নতুন ফোনটি অন করে যেমন নির্দেশ আসবে তা ফলো করে যান। এরপর আপনাকে Google Account-এ লগইন করতে বলা হবে। যে অ্যাকাউন্টে পুরোনো ফোনের ব্যাকআপ নিয়েছেন, মনে করে সেই অ্যাকাউন্টটিতেই সাইন ইন করতে ভুলবেন না। সাইন ইন করা হয়ে গেলে ব্যাকআপ সিলেক্ট করে নির্দেশ ফলো করলেই রিস্টোর প্রসেস সম্পন্ন হয়ে যাবে।

 

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাকআপ রাখুন

পুরোনো ফোনের ব্যাকআপ থাকা কিন্তু খুব জরুরি। প্রযুক্তির জোরে আপনার ছবি, ভিডিও, মিউজিক, কন্টাক্ট থেকে শুরু করে অ্যাপসেরও ব্যাকআপ রাখা যায় মোবাইলে। আর সে সব অবিকল ট্রান্সফার হয়ে যেতে পারে নতুন মোবাইলটিতে। তার জন্য ফোনের Settings-এ গিয়ে system-এ ঢুকে Backup অপশনটি অন করতে হবে। মনে করে Google Drive-অপশনটিকেই ব্যাকআপ নেওয়ার জন্য সিলেক্ট করবেন। এরপর স্ক্রিনে আসা ইনস্ট্রাকশন ফল করে করে ব্যাকআপের প্রক্রিয়া সম্পূর্ণ করবেন।

 থার্ড পার্টি টুল দিয়ে ডেটা ট্রান্সফার

ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে থার্ড পার্টির কোনো অ্যাপও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে Google Play Store-এ একগুচ্ছ অ্যাপ পেয়ে যাবেন, যার মাধ্যমে একটি Android থেকে আরেকটি Android-এ ডেটা ট্রান্সফার করা যায় সহজেই। কনটয়াক্টস থেকে শুরু করে ফটো, ভিডিও, মিউজিক এমনকি অ্যাপও ট্রান্সফার সম্ভব। অ্যাপ খুললেই এ সংক্রান্ত ইনস্ট্রাকশন দেখতে পাবেন স্ক্রিনজুড়ে। তা ফলো করলেই চোখের নিমিষেই আপনার ডেটা ট্রান্সফারের কাজ সম্ভব হবে।


USB কেবল দিয়ে ডেটা ট্রান্সফার

মিউজিক বা অ্যাপের মতো বড় কোনো ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে USB পদ্ধতিও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে একটি ল্যাপটপ বা কম্পিউটারের দরকার হবে আপনার। প্রথমে USB ক্যাবলের মাধ্যমে পুরোনো কম্পিউটার থেকে সব ডেটা নিয়ে নিন কম্পিউটারে। পরে নতুন মোবাইলটি USB ক্যাবল দিয়ে কম্পিউটারে কানেক্ট করে পুরোনো মোবাইলের ডেটা নিয়ে নিন নতুন ফোনে। এটিও কিন্তু একটু সময়সাপেক্ষ।

 



No comments:

Post a Comment