দীর্ঘদিন তাজা ফুল সংরক্ষণ করবেন যেভাবে - StarMedia

Friday, July 28, 2023

দীর্ঘদিন তাজা ফুল সংরক্ষণ করবেন যেভাবে

 







তাজা ফুলের গন্ধ ছড়িয়ে পড়লে মন ও শরীর ভালো হয়ে যায় নিমিষেই। তবে ফুলদানিতে তাজা ফুল দেখা যায় বেশিদিন তাজা থাকে না। দুই-তিনদিনের মাথায় সেই ফুল শুকিয়ে যায়। আবার প্রতিদিন দিন ফুল কিনে আনা ও ফুলদানিতে রাখাটাও সময়সাপেক্ষ বা ব্যয়বহুল হয়ে পরে অনেক ক্ষেত্রে। কী ভাবে দীর্ঘ দিন তাজা থাকবে ফুল তা জেনে নেওয়া যাক।

১) যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। 

২) ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুল তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে।

৩) ফুলের কাণ্ড বেশি ছোট না করে কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে দীর্ঘ দিন তাজা থাকবে।

৪) অনেকে ফুলের ওপর পানি স্প্রে করেন। এটা না করাই ভালো, কারণ এতে ফুল দ্রুত পচে যায়।

৫) ফুলদানিতে কাণ্ডের যে অংশ পানিতে ডুবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।

৬) দু’টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে।

৭) বেশিদিন সংরক্ষণ করতে চাইলে ফুলের কুঁড়ি বেছে নিন। এতে অনেক দিন ধরে তাজা ফুলের সৌরভ পাওয়া যাবে।

৮) ফুলদানির পানি দু’দিন অন্তর পাল্টে ফেলুন। তা না করলে শুকিয়ে যেতে পারে শখের ফুলগুলো।

৯) ফুলদানি এমন জায়গায় রাখুন যেখানে আলো-বাতাস চলাচল করে। তবে যাতে সরাসরি সূর্যের তাপ ফুলে না লাগে। ঠেবিলে ফল থাকলে তার পাশেও ফুল রাখবেন না, এতে ফুল পচে যাওয়ার আশঙ্কা বাড়ে যায়।



No comments:

Post a Comment