দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করল রোবট - StarMedia

Sunday, July 23, 2023

দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করল রোবট







দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট। বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ ‘অপরাজিতা’ নামের এক রোবট আজ বুধবার সংবাদ পাঠ করে।  

আজ সন্ধ্যা ৭টার বুলেটিনে সংবাদ পাঠ করে ‘অপরাজিতা’। দেশের ইতিহাসে ‘অপরাজিতা’ই প্রথম কৃত্রিম সংবাদ পাঠক। বুলেটিনে সে সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হয়।

চ্যানেল ২৪-এর সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইয়ুম তুহিন বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধা রয়েছে। তাই আমরাও চেয়েছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলার। সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আশা করছি দেশের ইতিহাসে এক বিল্পব ঘটাবে এআই প্রযুক্তি।’

সম্প্রতি বিভিন্ন দেশে এআইকে কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনা করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের এআই রোবটকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) এআই রোবটকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল ‘লিসা’। 

No comments:

Post a Comment