একদিনে ডেঙ্গুতে মৃত্যু প্রায় ১১ জন, আক্রান্ত রেকর্ড ২২৪২ এর উপরে - StarMedia

Saturday, July 22, 2023

একদিনে ডেঙ্গুতে মৃত্যু প্রায় ১১ জন, আক্রান্ত রেকর্ড ২২৪২ এর উপরে

দিনদিন রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত  রোগীকে  নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। সরকারি হাসপাতালগুলোতে জায়গা নেই। আবার জায়গা পেলেও সাংঘাতিক রকম চাপ। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ডেঙ্গু রোগীর কারণে সিট খালি নেই। 

ঢাকার বাইরেও ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে শহর থেকে গ্রামে গিয়ে অনেকে আক্রান্ত হচ্ছেন। 


একদিনে ডেঙ্গুতে মৃত্যু প্রায় ১১ জন, আক্রান্ত রেকর্ড ২২৪২ এর উপরে

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪২ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩ জন।


No comments:

Post a Comment